ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে তিন ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৪
গোপালগঞ্জে তিন ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, জরিমানা

গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তিনটি ডায়াগনস্টিক সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া কাগজপত্র হালনাগাদ না থাকায় টুঙ্গিপাড়া প্যাথলজি সেন্টারকে বন্ধ করে দেওয়া হয়েছে।

জেলার সিভিল সার্জন মুহাম্মদ জিল্লুর রহমানের নেতৃত্বে মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরে উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করেন গোপালগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-ইয়াসা রহমান তাপাদার।

অভিযানকালে টুঙ্গিপাড়া প্যাথলজি সেন্টারকে ২০ হাজার, মধুমতি ডায়াগনস্টিক সেন্টারকে ১৫ হাজার ও মদিনা ডায়াগনস্টিক সেন্টারকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

গোপালগঞ্জের সিভিল সার্জন জিল্লুর রহমান জানান, টুঙ্গিপাড়া প্যাথলজি সেন্টারের কাগজপত্র হালনাগাদ নেই। মধুমতি ডায়াগনস্টিক সেন্টারের এক্সরে কক্ষ অস্বাস্থ্যকর আর মদিনা ডায়াগনস্টিক সেন্টার রোগীদের পরীক্ষা-নিরীক্ষা রেজিস্ট্রার নেই। এসব কারণে তিন ডায়াগনস্টিক সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও জানান, টুঙ্গিপাড়া প্যাথলজি সেন্টারের কাগজপত্র হালনাগাদ না করা পর্যন্ত প্যাথলজি সেন্টার সাময়িক বন্ধ থাকবে। জেলার প্রতিটি উপজেলার সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।  

এ সময় র‌্যাব-৬ এর ফ্লাইট লেফটেন্যান্ট রাসেল, টুঙ্গিপাড়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসিম উদ্দিন, গোপালগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের এমওডিসি ডা. এসএম সাকিবুর রহমান উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।