ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ক্লিংকার নিয়ে পায়রায় আরও দুই মাদার ভেসেল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৪
ক্লিংকার নিয়ে পায়রায় আরও দুই মাদার ভেসেল

পটুয়াখালী: ৫৪ হাজার ৪০০ টন ক্লিংকার নিয়ে পটুয়াখালীর পায়রা সমুদ্র বন্দরে নোঙর করেছে এমভি মেঘনা ভেনাস নামের একটি মাদার ভেসেল।  

সোমবার (২২ জানুয়ারি) ভিয়েতনাম থেকে আসা জাহাজটি বন্দরের ইনারে এসে পৌঁছানোর পরই ক্লিংকার খালাস কার্যক্রম শুরু হয়।

লাইটারের মাধ্যমে নদী পথেই এ পণ্য পৌঁছানো হচ্ছে গন্তব্যে।  

এদিকে ১৩৬৫ দশমিক ৮১ টনের একটি ক্রেন নিয়ে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে নোঙর করেছে এমভি জিন ঝু জিয়াং ৮৮ নামের আরও একটি মাদার ভ্যাসেল।

সিঙ্গাপুর থেকে সোমবার জাহাজটি পৌঁছানোর পরই ক্রেনটি আনলোড করে বিদ্যুৎ কেন্দ্রে কর্তৃপক্ষ। এ নিয়ে বিদ্যুৎ কেন্দ্রে নির্মিত দ্বিতীয় ইউনিটের জন্য জাহাজ থেকে কয়লা আপলোডের দ্বিতীয় আনলোডার (ক্রেন) আনা হলো।

পায়রা বন্দরের ট্র্যাফিক বিভাগের উপ-পরিচালক ও মিডিয়া উইংস আজিজুর রহমান জানান, একের পর একে জাহাজ ভিড়ছে পায়রা বন্দরে। একই সঙ্গে নির্মাণ কাজও চলছে দ্রুত গতিতে। ৮ মাসে বন্দর কর্তৃপক্ষ রাজস্ব আদায় করেছে প্রায় এক হাজার কোটি টাকা।

বাংলাদেশ সময়: ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।