ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ডেমরায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল তরুণীর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৩ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৪
ডেমরায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল তরুণীর প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় ট্রাকের চাপায় লাবনী আক্তার (২৪) নামে এক তরুণী নিহত হয়েছেন। এ ঘটনায় সানজিদা নামে আরও এক তরুণী আহত হয়েছেন।

সোমবার (২২ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে, রোববার (২১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেওয়া হলে রাত আনুমানিক দেড়টার দিকে লাবনীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

নিহত লাবনী বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বট বালিকা গ্রামের বাবুল গাজীর মেয়ে। বর্তমানে থাকতেন যাত্রাবাড়ী কাজলা এলাকায়। একটি হাসপাতালের কর্মচারী ছিলেন। এছাড়া আহত অপর তরুণী তার সহকর্মী ছিলেন।

ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) সাইদুর রহমান জানান, হতাহত দুইজন স্টাফ কোয়ার্টার এলাকায় গ্রিন বাংলা হাসপাতালের কর্মচারী। সন্ধ্যায় ডিউটি শেষ করে তারা একসঙ্গে বাসায় ফিরছিলেন। স্টাফ কোয়ার্টারের রোডে রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে গুরুতর আহত হন তারা। পরে পথচারীরা তাদের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে লাবনীকে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক রাত দেড়টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। আর আহত সানজিদা স্থানীয় হাসপাতালেই চিকিৎসা 
নিচ্ছেন।

তিনি আরও জানান, ঘটনার পরপরই ট্র্যাকটি জব্দসহ চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৪১ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৪
এজেডএস/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।