ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

গাছ কাটতে বাধা দেওয়ায় স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৪
গাছ কাটতে বাধা দেওয়ায় স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম

ঝালকাঠি: ঝালকাঠির নলছিটিতে গাছ কাটাকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে।

রোববার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের ইশ্বরকাঠি গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীরা হলেন- জহিরুল ইসলাম (৬০) ও তার স্ত্রী মিনারা বেগম (৫০)। অভিযুক্তরা হলেন- একই বাড়ির উজ্জ্বল, আফজাল, কাশেম, মোস্তফা, বানেছা।

আহতদের ছেলে হিরোন বলেন, সকালে তারা আমাদের জমির গাছ কাটছিলেন। বাবা তাদের বাধা দিলে একপর্যায়ে লাঠি দিয়ে আমার বাবাকে পিটানো শুরু করে। পরে আমার মা তাকে রক্ষা করতে গেলে তাকে হত্যা করার জন্য কুড়াল দিয়ে কুপিয়ে জখম করে। আমার বাবার ঘাড়, পিঠ, মাথা ও হাতে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। মায়ের প্রচুর রক্তক্ষরণ হয়েছে। বর্তমানে ঝালকাঠি সদর হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন।

নলছিটি থানার উপ পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বলেন, ঘটনাস্থলে আমরা গিয়ে জানতে পারি। তাদের সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ চলছে এবং গাছকাটাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।