ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় পিকআপভ্যানের ধাক্কায় ছাত্রলীগ কর্মী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৪ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৪
বগুড়ায় পিকআপভ্যানের ধাক্কায় ছাত্রলীগ কর্মী নিহত মেহেদী হাসান

বগুড়া: বগুড়া সদর উপজেলায় পিকআপভ্যানের ধাক্কায় মেহেদী হাসান (২৪) নামে এক ছাত্রলীগ কর্মী নিহত হয়েছেন ৷ 

শনিবার (২০ জানুয়ারি) রাত পৌনে ১০টার দিকে উপজেলার ২য় বাইপাস মহাসড়কের মানিকচক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহত মেহেদী হাসান বগুড়া সদর উপজেলার সাবগ্রাম ছাতিয়ানতলা এলাকার আকতারুল আলম ওরফে মকলুর ছেলে।

এছাড়া তিনি বগুড়া সদর উপজেলা ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন।

বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) শাহীনুজ্জামান জানান, রাতে মানিকচকের ২য় বাইপাস এলাকায় একটি পিকআপভ্যান মেহেদীর মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

বগুড়া জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজার রহমান জানান, মেহেদী বগুড়া সদর উপজেলা ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন। তার এই মৃত্যুতে ছাত্রলীগ পরিবার গভীর শোকাহত।

বাংলাদেশ সময়: ০৭২১ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।