ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সুন্দরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৪
সুন্দরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার প্রতীকী ছবি

গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় হাসিনা বেগম (৬৩) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।  

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার শান্তিরাম ইউনিয়নের পাঁচগাছি শান্তিরাম গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত হাসিনা বেগম ওই গ্রামের মৃত আয়নাল হকের স্ত্রী।  

পুলিশ জানায়, বিকেলে বাড়ির সামনের সড়ক পার হচ্ছিলেন হাসিনা বেগম। এ সময় বেপরোয়া গতিতে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বৃদ্ধার মৃত্যু হয়।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।