ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

আপনারা লন্ডনের প্রেসক্রিপশনে চলেন: খোকন সাহা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৪
আপনারা লন্ডনের প্রেসক্রিপশনে চলেন: খোকন সাহা

নারায়ণগঞ্জ: বিএনপিপন্থি আইনজীবীদের নির্বাচন বর্জনের বিষয়ে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা বলেছেন, আপনারা লন্ডনের প্রেসক্রিপশনে চলেন। নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনে তারা নির্বাচন বর্জন করে গেছেন।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী পন্থি আইনজীবী সমিতির প্রার্থীদের মনোনয়নপত্র জমা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

নির্বাচনের সুন্দর পরিবেশে হয়েছে। আমরা আমাদের দলের সবার মত ঐক্যের ভিত্তিতে মহসীন-রনি প্যানেল মনোনয়ন দিয়েছি বলে জানান তিনি।

তিনি বলেন, কিছুক্ষণ আগে আমাদের বন্ধুরা নির্বাচন বর্জন করল। তারা বলে নির্বাচনের পরিবেশ ভালো না। আমরা তাদের নির্বাচনে আসার আহ্বান জানাই। পরিবেশ না থাকলে মনোনয়ন প্রত্যাহার করবেন।

তিনি আরও বলেন, আমরা বলতে চাই আসুন, খেলায় অংশগ্রহণ করুন খেলি আমরাও। নির্বাচন শতভাগ সুষ্ঠু হবে।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৪
এমআরপি/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।