ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন মেয়র লিটন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৪
প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন মেয়র লিটন

রাজশাহী: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয় অর্জন ও টানা ৪র্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

এ সময় মেয়রপত্নী রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শাহীন আকতার রেণীও উপস্থিত ছিলেন।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে গণভবনে সৌজন্য সাক্ষাৎ করে প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান রাসিক মেয়র ও মেয়রপত্নী।

এ সময় তারা প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। তাদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৪
এসএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।