ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বরিশাল পাসপোর্ট অফিসে দুদকের অভিযান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৪
বরিশাল পাসপোর্ট অফিসে দুদকের অভিযান

ঢাকা: বরিশাল বিভাগীয় পাসপোর্ট অফিসে সেবা দেওয়ার ক্ষেত্রে গ্রাহকদের হয়রানি ও দালালদের মাধ্যমে ঘুষ দাবির অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) বরিশালে থাকা দুদকের সমন্বিত জেলা কার্যালয় থেকে এনফোর্সমেন্ট টিম এ অভিযান পরিচালনা করে।

জানা গেছে, অভিযানকালে টিমের সদস্যরা ছদ্মবেশে সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলে হয়রানি ও দালালদের দৌরাত্ম্যের অভিযোগের সত্যতা পান। এ বিষয়ে বরিশাল বিভাগীয় পাসপোর্ট অফিসের উপ-পরিচালককে জানালে তিনি অনিয়মের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিবেন বলে দুদক টিমকে আশ্বস্ত করেন।  

এদিকে মহাখালীর কুষ্ঠ নিয়ন্ত্রণ ইনস্টিটিউট ও হাসপাতালের কুষ্ঠবিষয়ক প্রশিক্ষণে প্রশিক্ষকদের সই জাল করে প্রায় ৫১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ঢাকায় অবস্থিত দুদকের প্রধান কার্যালয় থেকে মঙ্গলবার একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়।  

অভিযান পরিচালনাকালে টিম প্রশিক্ষণ সংক্রান্ত নথিপত্র সংগ্রহ করে এবং সংশ্লিষ্টদের বক্তব্য নেয়। সংগৃহীত তথ্যাবলী বিশ্লেষণপূর্বক টিম কমিশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন উপস্থাপন করবে।

এ ছাড়া দুদক এনফোর্সমেন্ট ইউনিট থেকে মঙ্গলবার আটটি দপ্তরে চিঠি পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৪
এসএমএকে/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।