ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

দুই সপ্তাহ পার হলেও চালু হয়নি যশোর-মোংলা কমিউটার ট্রেন 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৪ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৪
দুই সপ্তাহ পার হলেও চালু হয়নি যশোর-মোংলা কমিউটার ট্রেন 

ঢাকা: খুলনা-যশোর-মোংলা রুটে গত ১ জানুয়ারি কমিউটার ট্রেন চালুর কথা থাকলেও গত দুই সপ্তাহেও চলাচল শুরু হয়নি।  

সোমবার (১৫ জানুয়ারি) রেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এতথ্য নিশ্চিত হওয়া গেছে।

রেলওয়ের (পশ্চিমাঞ্চল) মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার জানান, ১ জানুয়ারি থেকে ট্রেন চালু হওয়ার কথা থাকলেও হয়নি। রেল লাইনে এখনও কিছু কাজ বাকি রয়েছে। সেজন্য ঠিকাদারি প্রতিষ্ঠান এখনও রেললাইনটি রেলওয়ে কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেনি। হস্তান্তর করতে আরও কিছুদিন সময় লাগবে। ট্রেন চলাচলের নতুন তারিখ এখনও নির্ধারণ হয়নি।

খুলনা-মোংলা  রেললাইন নির্মাণ প্রকল্প পরিচালক মো. আরিফুজ্জামান জানান, রেললাইনের কিছু কাজ বাকি রয়েছে। তা শেষ হওয়ার পর ট্রেন চলাচলের নতুন তারিখ নির্ধারণ করা হবে।

এর আগে গত ১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুলনা-মংলা রেললাইন প্রকল্পের উদ্বোধন করেছিলেন।

বাংলাদেশ সময়: ২৩০৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৩
এনবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।