ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

অস্বাস্থ্যকর পরিবেশ, লক্ষ্মীপুরে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৪
অস্বাস্থ্যকর পরিবেশ, লক্ষ্মীপুরে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে পাঁচটি খাবার হোটেল ও চাইনিজ রেস্টুরেন্টকে ৮৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি এবং মূল্য তালিকা না থাকায় এ জরিমানা করা হয়।

রোববার (১৪ জানুয়ারি) জেলা শহরে অভিযান চালিয়ে এ জরিমানা করেন অধিদপ্তর লক্ষ্মীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন রুবেল।

অভিযানকালে সহযোগিতায় ছিলেন সদর থানা পুলিশ সদস্যরা।

সহকারী পরিচালক নুর হোসেন রুবেল জানান, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি করায় নুর জাহান হোটেলকে ৩০ হাজার, মিষ্টির মূল্য তালিকা না থাকা ও নোংরা পরিবেশে খাবার তৈরির দায়ে মোহাম্মদীয়া হোটেলকে ২৫ হাজার, নোংরা পরিবেশে খাবার ও বার্গার তৈরির দায়ে বিগ বাইট চাইনিজ অ্যান্ড সরমাকে ১০ হাজার, ফ্রিজে রান্না এবং কাঁচা খাদ্য একত্রে রাখা ও মূল্য তালিকা প্রদর্শন না করায় রাজমহল হোটেলকে ১৫ হাজার এবং ভিন্ন উপায়ে খাবার প্রক্রিয়ার দায়ে ওয়াফেল বসকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।