ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

মোটরসাইকেল দুর্ঘটনায় এক বন্ধুর মৃত্যু, দুই বন্ধু হাসপাতালে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৪
মোটরসাইকেল দুর্ঘটনায় এক বন্ধুর মৃত্যু, দুই বন্ধু হাসপাতালে

সাতক্ষীরা: সাতক্ষীরার ভৈরবনগরে বাইসাইকেলের সঙ্গে ধাক্কা খেয়ে অভি কুমার দে (২২) নামে এক মোটরসাইকেলআরোহী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন তার দুই বন্ধু৷

রোববার (১৪ জানুয়ারি) দুপুরে সাতক্ষীরা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অভি কুমার দে পাটকেলঘাটা থানার কুমিরা এলাকার তপন কুমারের ছেলে। তিনি তালা সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র।  

আহতরা হলেন কুমিরার কদমতলা এলাকার আলমগীর হোসেনের ছেলে আসিফ হোসেন (২০) ও খলিষখালীর কাটাখালী এলাকার উত্তম মণ্ডলের ছেলে শিমুল মণ্ডল (২১)। তারা সাতক্ষীরা সিবি হাসপাতালে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দুপুরে তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে সাতক্ষীরার দিকে যাচ্ছিলেন। পথে ভৈরবনগর এলাকায় পৌঁছালে তাদের মোটরসাইকেলের সঙ্গে একটি বাইসাইকেলের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল নিয়ে রাস্তায় পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় অভির। এসময় আহত হন তার অপর দুই বন্ধুর। স্থানীয়রা আহত শিমুল ও আসিফকে উদ্ধার করে হাসপাতালে নেন।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৪
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।