ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

অ্যাম্বুলেন্সে করে ইয়াবা পাচার করছিলেন তারা 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৪
অ্যাম্বুলেন্সে করে ইয়াবা পাচার করছিলেন তারা 

সিলেট: সিলেটে এবার অ্যাম্বুলেন্স থেকে জব্দ করা হলো ইয়াবার চালান। এই ঘটনায় জড়িত তিনজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (১০ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টায় সীমান্ত এলাকা জকিগঞ্জ থেকে সিলেটে আসা একটি অ্যাম্বুলেন্স গোলাপগঞ্জ সদরের চৌঘরি বাজারের সামনে থামায় পুলিশ। এসময় গাড়ির ভেতরে থাকা ৩ জনের কাছ থেকে এক হাজার ৮০০ টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

আটকরা হলেন - জকিগঞ্জ থানার অজরপাড়ার মফজ্জিল আলীর ছেলে আতাউর রহমান আতা (৫২), পূর্ব লোহার মহলের মৃত তছির আলীর ছেলে বেল্লাল আহমদ (৪৩) এবং পলাশপুরের মৃত আব্দুল বারীর ছেলে মাসুদ আহমদ (৪২)।

সিলেট জেলার সহকারী পুলিশ সুপার (মিডিয়া) সম্রাট তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের একটি  অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অ্যাম্বুলেন্সটি থামিয়ে তল্লাশির পর এ তিনজনের কাছ থেকে ইয়াবার চালান জব্দ করে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলার দায়ের করা হবে।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘন্টা, জানুয়ারি ১০, ২০২৪
এনইউ/এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।