ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

গাইবান্ধায় মাদরাসা-এতিমখানার সহস্রাধিক শিক্ষার্থী পেল কম্বল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৪
গাইবান্ধায় মাদরাসা-এতিমখানার সহস্রাধিক শিক্ষার্থী পেল কম্বল

গাইবান্ধা: গাইবান্ধা সদরের অর্ধশতাধিক মাদরাসা ও এতিমখানার সহস্রাধিক শীতার্ত শিক্ষার্থীর মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।  

বুধবার (১০ জানুয়ারি) দুপুরে গাইবান্ধা পৌরসভা শহরের পুরাতন জেলগেট সংলগ্ন গুড হেলথ সার্ভিসেস ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার থেকে থেকে এসব কম্বল বিতরণ করা হয়।

 

সেবামূলক প্রতিষ্ঠান ‘বান্ডল অব হিজ’র উদ্যোগে এসব কম্বল বিতরণ করা হয়।  

বিতরণের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আল হাসান।  

এ সময় উপস্থিত ছিলেন বান্ডল অব হিজ’র গাইবান্ধা সভাপতি পুনতাসির তৈমুর, সাধারণ সম্পাদক দিনাজপুর মেডিকেল কলেজের সাবেক সহকারী রেজিস্টারর (অর্থো-সার্জারি) ডা. মো. জাহেদী মাসুদ (রুবেল), সদস্য ডা. আমিনুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানের সঞ্চলনায় ছিলেন এস এম রবিউল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।