ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নড়াইলবাসীকে ধন্যবাদ জানালেন মাশরাফি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৯ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৪
নড়াইলবাসীকে ধন্যবাদ জানালেন মাশরাফি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ব্যবধানে জিতলেন মাশরাফি বিন মর্তুজা। নিকটতম প্রতিদ্বন্দ্বী থেকে প্রায় দুই লাখ ভোট বেশি পেয়েছেন নড়াইল-২ আসনে টানা দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য হয়েছেন তিনি।

১৪৭টি কেন্দ্রে মাশরাফি পেয়েছেন এক লাখ ৮৯ হাজার ১০২ ভোট। বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি মনোনীত সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট হাফিজুর রহমান হাতুড়ি প্রতীকে পেয়েছেন তিন হাজার ৪১ ভোট।

টানা দ্বিতীয় মেয়াদে নির্বাচনে জয়ের পর ফেসবুকে নড়াইলবাসীকে ধন্যবাদ জানিয়েছেন মাশরাফি।  নিজের ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন ‘ধন্যবাদ নড়াইলবাসী। ’ সঙ্গে বিজয়সূচক ইমোজিও দিয়েছেন ‘নড়াইল এক্সপ্রেস’তারকা।

ছবিতেও মাশরাফি ফুটিয়ে তুলেছেন, নড়াইলসহ দেশবাসী তাকে কেন হৃদয়ে লালন করে। সফেদ পাঞ্জাবিতে হাতে ব্যাট নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে তাকে। কমেন্টে অনেকেই ‘প্রিয় ক্যাপ্টেন’ লিখে অভিনন্দন জানিয়েছেন সাবেক টাইগার অধিনায়ককে।
  
নড়াইল-২ আসনে মোট ভোটার তিন লাখ ৬৫ হাজার ৭২৯ জন। এরমধ্যে নারী ভোটার সংখ্যা একলাখ ৮৩ হাজার ৭৩৯ জন এবং পুরুষ ভোটার সংখ্যা একলাখ ৮১ হাজার ৯৯০ জন। নড়াইল সদর উপজেলার আটটি ইউনিয়ন এবং নড়াইল ও লোহাগড়া পৌরসভাসহ লোহাগড়া উপজেলার ১৩টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসন।

বাংলাদেশ সময়: ০৮৫০ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২৪
এসএএইচ  
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।