ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে একটি কেন্দ্রে ভোট বন্ধের চেষ্টা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৪
সিলেটে একটি কেন্দ্রে ভোট বন্ধের চেষ্টা

সিলেট: নগরের পাঠানটুলায় একটি কেন্দ্রে ভোটগ্রহণ ঠেকাতে চেষ্টা চালিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। এ সময় বিক্ষোভ মিছিল, ককটেল বিস্ফোরণ ও লাটি মিছিল করেন তারা।

পরে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করার চেষ্টা করা হয়।

রোববার (৭ জানুয়ারি) সকাল ১১টায় পাঠানটুলা দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা গেছে, সকাল ১১টার সময় বিএনপির প্রায় শতাধিক নেতাকর্মী পাঠানটুলা রাগীব আলী মেডিকেল কলেজ হাসপাতালের গলি দিয়ে বের হন। তারা সিলেট সিটি করপোরেশন এলাকার ৯ নম্বর ওয়ার্ডের পাঠানটুলা দ্বি পাক্ষিক উচ্চ বিদ্যালয়ে হামলার উদ্দেশে সড়ক অবরোধ করে ককটেল বিস্ফোরণ ও মিছিল করেন। পরে পুলিশের সঙ্গে ধাওয়ায় তারা দ্রুত স্থান ত্যাগ করে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আজবাহার আলী শেখ বলেন, হঠাৎ করে বিএনপির নেতাকর্মীরা লাটি হাতে স্লোগান দিয়ে পাঠানটুলা কেন্দ্রে হামলা চালানোর চেষ্টা করেন। এ সময় তারা বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটান। পরে তাদের ধাওয়া দিলে খুব দ্রুত তারা পালিয়ে যান। এ সময় একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২৪
এনইউ/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।