ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে আমবাগানে বোমা বিস্ফোরণে কৃষক আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৩ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২৪
মেহেরপুরে আমবাগানে বোমা বিস্ফোরণে কৃষক আহত

মেহেরপুর: মেহেরপুরে আমবাগানে পরিত্যক্ত ব্যাগে থাকা বোমা বিস্ফোরণে সোহানুর রহমান সোহান (৩৫) নামের এক কৃষক আহত হয়েছেন।  

বুধবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে শোলমারী গ্রামের ঈদগাহ পাড়ার হয়জদ্দিনের আমবাগানে এই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।

বোমা বিস্ফোরণের বিকট শব্দে এলাকা প্রকম্পিত হয়ে পড়ে।

আহত সোহান শোলমারী গ্রামের হামিদুল ইসলামের ছেলে।

পরে বোমা বিস্ফোরণের শব্দ শুনে এলাকাবাসী ছুটে এসে আহত সোহানকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।  

স্থানীয়রা জানান, সোহান হয়জদ্দিনের আমবাগানের মধ্য দিয়ে যাওয়ার সময় প্লাস্টিকের ব্যাগে পা পড়ে। এসময় বিকট শব্দে বোমা বিস্ফোরিত হয়। পরে আমরা গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।

খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ সুপার (এসপি) নাজমুল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় তদন্ত সাপেক্ষে ঘটনার কারণ জানা যাবে বলে জানান পুলিশ সুপার।

বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।