ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহের দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২৪
ঝিনাইদহের দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরও দুইজন।

 

সোমবার (০১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে শ্যামকুড় ইউনিয়নের গুড়দাহ দক্ষিণপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন- মহেশপুর উপজেলার সেজিয়া গ্রামের নিয়ামত আলীর ছেলে লিয়াকত আলী (২৫) ও শ্যামকুড় গ্রামের হাফিজুর রহমানের ছেলে রিয়াদ হোসেন (১৬)।  

আহতরা হলেন, একই উপজেলার পদ্মপুকুর পশ্চিমপাড়ার আবু বকরের ছেলে সবুজ হোসেন (১৭) ও খায়রুল ইসলামের ছেলে জিহাদ হোসেন (১৮)।

পদ্মপুকুর গ্রামের খালিদ বিন আসাদ হৃদয় জানান, মোটরসাইকেলযোগে লিয়াকত হোসেন গুড়দাহ বাজার থেকে জীবননগর যাচ্ছিলেন। পথে ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল প্রাইভেটকার ওভারটেক করতে গিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়। আহত হয় আরও দুইজন। পরে তাদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহাবুবুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় দুইজন নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতদেরকে উদ্ধার করে মহেশপুর হাসপাতালে চিকিৎসাধীন

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।