ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ধানক্ষেতে মিলল আইনজীবীর সহকারীর গলাকাটা মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২৪
ধানক্ষেতে মিলল আইনজীবীর সহকারীর গলাকাটা মরদেহ

হবিগঞ্জ: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় হারুন মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে গলা কেটে হত্যার পর মরদেহ ধানক্ষেতে ফেলে রাখা হয়েছে।

সোমবার (১ জানুয়ারি) সকালে চুনারুঘাট থানা পুলিশ মরদেটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

খুন হওয়া হারুন মিয়া উপজেলার রানীগাঁও ইউনিয়নের বাসিন্দা আকবর উল্লার ছেলে।

স্থানীয়রা জানান, সকালে চুনারুঘাট নতুন বাজারের পাশে একটি ধানক্ষেতে হারুন মিয়ার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে জানানো হয়। মরদেহের হাত ও পা গামছা দিয়ে বাঁধা অবস্থায় ছিল।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বাংলানিউজকে জানান, মরদেহটি মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনাকে হত্যাকাণ্ড হিসেবে ধরে নিয়ে পুলিশ রহস্য উদঘাটনের জন্য কাজ করছে।

হারুন মিয়া হবিগঞ্জ আদালতে একজন আইনজীবীর সহকারী হিসেবে কাজ করতেন বলেও পুলিশের এ কর্মকর্তা জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।