ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

নতুন বছরের শুরুতেই পুরান ঢাকায় আগুন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৮ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২৪
নতুন বছরের শুরুতেই পুরান ঢাকায় আগুন

ঢাকা: রাজধানীর পুরান ঢাকার নাজিরা বাজার বিউটি লাচ্ছি দোকানের পাশের একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ করে।

রোববার (৩১ ডিসেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের কন্ট্রোল রুম থেকে ফায়ার ফাইটার শিহাব সরকার।

তিনি জানান, পুরান ঢাকার নাজিরা বাজারে বিউটি লাচ্ছি দোকানের পাশে কেমিক্যাল এর একটি দোকানে আগুন লাগে। রাত ১২টা ৩৩ মিনিটে আগুন লাগার খবর পেয়ে তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ করে ১২টা ৪২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রাথমিকভাবে জানা গেছে আগুনে ক্ষতিগ্রস্ত হওয়া দোকানটি কেমিক্যালের দোকান ছিল।  

তিনি আরও জানান, পটকা ও ফানুস উড়ানোর কারণে রাত ১টা পর্যন্ত কোথাও আগুন লাগার খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ০১২২ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২৪
এজেডএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।