ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরের কারখানায় অগ্নিকাণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২৩
গাজীপুরের কারখানায় অগ্নিকাণ্ড

গাজীপুর: গাজীপুর সদর উপজেলার বিকেবাড়ি এলাকায় একটি কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। রোববার (৩১ ডিসেম্বর) ভোরে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ্ আল আরেফিন জানান, সদর উপজেলার রাজেন্দ্রপুর বিকেবাড়ি এলাকায় বনিটো বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের কারখানায় আগুন লাগে। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে এলাকাবাসী ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

আল আরেফিন জানান, আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২৩
আরএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।