ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৪ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২৩
ঝিনাইদহে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১

ঝিনাইদহ: ঝিনাইদহের হরিণাকুণ্ডু শহর থেকে আবু সাইদ (৩৬) নামে একজনকে দুইটি অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৬ এর সদস্যা। হরিণাকুণ্ডু পৌর এলাকার শুড়া গ্রামের সাবেক সেনা সদস্য ও স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুজ্জামান শামিম হত্যার সঙ্গে জড়িত থাকার  অভিযোগে তাকে আটক করা হয়।

 

শনিবার (৩০ ডিসেম্বর) বিকেলে সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানান ঝিনাইদহ র‌্যাব-৬।  

বিজ্ঞপ্তিতে থেকে জানা গেছে, গত ২৩ নভেম্বর রাতে এশার নামাজ পড়ে শুড়া গ্রামের খালের পাশ দিয়ে বাড়ি ফিরছিলেন শামিম। সেসময় তাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। এ বিষয়ে ভিকটিমের স্ত্রী বাদী হয়ে পরদিন ২৪ নভেম্বর হরিণাকুণ্ডু থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গোপন তথ্যে ভিত্তিতে শনিবার (৩০ ডিসেম্বর) ভোরে হরিণাকুণ্ডু শহর থেকে দুইটি আগ্নেয়াস্ত্র ও ৬ রাউন্ড গুলিসহ সাইদকে গ্রেপ্তার করা হয়।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।