ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে বিএনএম প্রার্থীর প্রচার অফিসে অগ্নিসংযোগ

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৭ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২৩
চাঁপাইনবাবগঞ্জে বিএনএম প্রার্থীর প্রচার অফিসে অগ্নিসংযোগ

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ- (সদর) আসনে নোঙর প্রতীকের একটি নির্বাচনী প্রচার অফিসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা এতে প্রচার অফিসটি পুড়ে গেছে

ঘটনার পর থেকে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে

শুক্রবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে পৌর এলাকার শংকরবাটি ঈদগাহের পাশে বাংলাদেশে জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) মনোনীত নোঙর প্রতীকের প্রার্থী মাওলানা আব্দুল মতিনের নির্বাচনী প্রচার অফিসে আগুন লাগানো হয়

 খবর পেয়ে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ করলেও পুড়ে ছাই হয়ে যায় পুরো প্যান্ডেল ভেতরে থাকা প্রচার সামগ্রী এবং অন্যান্য আসবাব পত্র পরে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা

বিএনএম প্রার্থী আব্দুল মতিন অভিযোগ করে জানান, আমার প্রতিপক্ষরা ভোটারদের ভয়ভীতি দেখাতে মালামালসহ অফিসে অগ্নিসংযোগ করেছে এছাড়া মহারাজপুরে আমার প্রচারযানের চালককে মারধর করে তাড়িয়ে দিয়েছে ইউপি চেয়ারম্যান রাজন তার লোকজন রামকৃষ্ণপুর এলাকায় আমার প্রচারযান ভাঙচুর করে এলাকা থেকে বের করে দেওয়া হয়েছে এছাড়া পৌর এলাকার অন্তত ২৫/৩০টি স্থানে পোস্টার ফেস্টুন ছিড়ে ফেলা হয়েছে বালিয়াডাঙ্গায় আমার কর্মীদের ওপর হামলা চালিয়েছে এমনকি কর্মীদের এলাকাছাড়া করা হয়েছে আমার কর্মীদের প্রাণনাশের হুমকিসহ প্রতিনিয়ত আমার প্রচার কাজে প্রকাশ্যে বাধা প্রদান করা হচ্ছে

এসব ঘটনার সুষ্ঠ বিচার দাবি করেন তিনি

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মিন্টু রহমান জানান, নির্বাচনী অফিসে খড়ের গাদায় প্রথমে আগুন লাগে সে আগুন থেকেই পুরো নির্বাচনী অফিস পুড়েছে আগুন লাগার ঘটনাটি আমরা তদন্ত করছি নোঙর প্রতীকের প্রার্থী যদি অভিযোগ দেয় তাহলে তদন্তের মাধ্যমে দুর্বৃত্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে

বাংলাদেশ সময়: ১১৫১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২৩

এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।