ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

নির্বাচন সুষ্ঠু করতে সবাইকে কঠোর থাকতে হবে: বিভাগীয় কমিশনার-ডিআইজি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২৩
নির্বাচন সুষ্ঠু করতে সবাইকে কঠোর থাকতে হবে: বিভাগীয় কমিশনার-ডিআইজি নদী পিরোজপুর

পিরোজপুর: নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সবাইকে কঠোর থাকার নির্দেশ দিয়েছেন বরিশাল বিভাগীয় কমিশনার মো. শওকত আলী ও বরিশাল রেঞ্জ পুলিশের ডিআইজি মো. জামিল হাসান।

আগামী ৭ জানুয়ারির দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে শনিবার (৩০ ডিসেম্বর) জেলার নাজিরপুর সরকারি বঙ্গমাতা মহিলা কলেজে প্রিসাইডিং কর্মকর্তাদের একটি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

 

দুই দিনব্যাপী ওই প্রশিক্ষণের প্রথম দিন শুক্রবার পোলিং ও পরের দিন শনিবার প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হয়। উপজেলার ৯টি ইউনিয়নের ৭২টি কেন্দ্রের প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তারা এতে অংশ নেন।

ওই প্রশিক্ষণের দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে বরিশাল বিভাগীয় কমিশনার বলেন, নির্বাচনে কোনো ধরনের কারচুপি বা অনিয়মের সুযোগ নেই। আমরা নির্বাচন সুষ্ঠু করতে সর্বোচ্চ চেষ্টা করছি। বিশ্ববাসী আমাদের দিকে তাকিয়ে আছে। আমরা কোনো ধরনের বিতর্কিত নাহয়ে নিজেদের সম্মান বিশ্ববাসীর কাছে তুলে ধরবো।

এ সময় বরিশাল রেঞ্জ পুলিশের ডিআইজি মো. জামিল হাসান বলেন, নির্বাচনে প্রার্থী বা তাদের সঙ্গের কেউ কোনো ধরনের প্রভাব বিস্তার করতে পারবে না। ভোটের গোপন কক্ষে ভোটার ছাড়া কাউকে প্রবেশ করতে দিবেন না। কেন্দ্রে  কোনো ধরনের সমস্যার সৃষ্টি হলে জেলা রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করবেন।

জেলা প্রশাসক মোহাম্মাদ জাহেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন পিরোজপুর পুলিশ সুপার মুহাম্মাদ শরীফুল ইসলাম,  উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা আজরিন তন্বী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২৩

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।