ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে আব্দুর রহমানের নির্বাচনী প্রচারণায় মাশরাফি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৯ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২৩
ফরিদপুরে আব্দুর রহমানের নির্বাচনী প্রচারণায় মাশরাফি

ফরিদপুর: ফরিদপুর-১ আসনের আওয়ামী লীগের নৌকার প্রার্থী ও আ.লীগের প্রেসিডিয়াম মেম্বার মো. আব্দুর রহমানের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন মাশরাফি বিন মর্তুজা।

শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটায় নড়াইল থেকে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইলে আসেন মাশরাফি।

সেখানে আব্দুর রহমানের পক্ষে গণসংযোগ করেন। এরপর পথসভায় বক্তব্য রাখেন মাশরাফি।  

মাশরাফি উপস্থিত সকলের কাছে নৌকা প্রতীকের ভোট প্রার্থনা করেন।

এসময় ফরিদপুর-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী আব্দুর রহমানসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পথসভা শেষ করে তিনি আলফাডাঙ্গা উপজেলার কামারগ্রাম আওয়ামী লীগের জনসভায় যোগদান।
সেখানেও তিনি বঙ্গবন্ধুর নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান।  

সভায় বক্তব্য রাখেন- ডিএমপির সাবেক পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া, পুলিশের সাবেক এআইজি মালিক খসরু, জেলা কৃষক লীগের সভাপতি শেখ শহিদুল ইসলাম।  

সভায় বক্তারা বলেন, এ অঞ্চলের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বিকল্প নেই, দল মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনা মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করে বিজয় করতে হবে।

বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২৩
এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।