ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

নারীর ক্ষমতায়ন ছাড়া উন্নয়ন সম্ভব নয়: মোমেন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২৩
নারীর ক্ষমতায়ন ছাড়া উন্নয়ন সম্ভব নয়: মোমেন

সিলেট: পররাষ্ট্রমন্ত্রী ও আসন্ন নির্বাচনে সিলেট-১ আসনের প্রার্থী এ কে আব্দুল মোমেন বলেছেন, নারীর ক্ষমতায়নে আওয়ামী লীগ সরকার কাজ করছে। নারীর ক্ষমতায়ন ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়।

কারণ দেশের জনগণের অর্ধেক হলো নারী।

তিনি বলেন, সমাজে নানা প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও নারীরা নিজ যোগ্যতাবলে সরকারি-বেসরকারি পর্যায়ে উচ্চ আসনে কাজ করে চলেছে।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) নগরের জিতু মিয়ার পয়েন্টে এহিয়া ওয়াকফের হলরুমে তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) আয়োজিত মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন।

মোমেন বলেন, নারীরা সফল হলেই দেশ এগিয়ে যাবে। নারীদের স্বার্থে নারী উদ্যোক্তাদের ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। নারীদের অধিকার সুনিশ্চিত করতে একান্তভাবে কাজ করে যাচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফলে কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ ৬ শতাংশ থেকে বেড়ে ৪৬ শতাংশে এসে দাঁড়িয়েছে।

তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির জাতীয় সমন্বয়কারী অনিতা দাশ গুপ্তার সভাপতিত্বে ও জেলার সাংগঠনিক সম্পাদক ফাতেমা সুলতানার পরিচালনায় বক্তব্য দেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম, গ্রাসরুটসের নির্বাহী কর্মকর্তা হিমাংশু মিত্র।

আরও বক্তব্য রাখেন, ফিল্মস ফর পিস ফাউন্ডেশনের সভাপতি শীপা হাফিজা, ক্ষুদ্র-মাঝারি নারী উদ্যোক্তাবিষয়ক পরামর্শক মমতাজ ফারুকী চৌধুরী, সমাজকর্মী ডা. নাজরা চৌধুরী, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি প্রমুখ।

মতবিনিময় সভায় সিলেটের সব প্রান্তিক নারী উদ্যোক্তা এবং গ্রাসরুটের সিলেট জেলা ও মহানগর কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২৩
এনইউ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।