ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সরকার সব ধর্মের নিরাপত্তা নিশ্চিতে তৎপর: চন্দন শীল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২৩
সরকার সব ধর্মের নিরাপত্তা নিশ্চিতে তৎপর: চন্দন শীল

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল বলেছেন, আমাদের দেশ আমরা জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীন করেছিলাম। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ হবে।

অসাম্প্রদায়িক বাংলাদেশ হবে। যুদ্ধ করে আমরা এ দেশটাকে স্বাধীন করেছি। সরকার সব ধর্মের নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর আছে।

সোমবার (২৫ ডিসেম্বর) নারায়ণগঞ্জ শহরের সাধু পৌলের গির্জায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

চন্দন শীল বলেন, আপনারা নির্ভয়ে থাকবেন। জননেত্রী শেখ হাসিনা দেশ পরিচালনা করছেন। শেখ হাসিনার সরকার সব ধর্মের নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর আছে। জননেত্রী শেখ হাসিনা বলেন, ধর্ম যার যার উৎসব সবার। আমরা সবাই মিলে উৎসবের আনন্দ ভাগাভাগি করে নেব।

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২৩
এমআরপি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।