ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ২ বাইকার নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২১ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২৩
রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ২ বাইকার নিহত

টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার হাতিয়াতে রেলক্রসিং পার হওয়ার সময় চিত্রা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুই বাইক আরোহী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন একজন।

শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেল পৌনে পাঁচটার টার দিকে কালিহাতি উপজেলার হাতিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।  

আহত বাইক চালক মোস্তফা উপজেলার মগড়া ইউনিয়নের বাসিন্দা। তবে নিহত দুইজনের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা জানায়, বিকেলে রঙের কাজ করে মোটরসাইকেলযোগে তিনজন হাতিয়া রেলক্রসিং পার হচ্ছিলেন। এসময় চিত্রা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই দুইজন নিহত হন। মোটরসাইকেল চালক মোস্তফা আহত হন।

টাঙ্গাইল রেল স্টেশনের পুলিশের উপপরিদর্শক আকবর হোসেন জানান, রেলক্রসিং পার হওয়ার সময় দুইজন নিহত হয়েছে। এখনো তাদের পরিচয় পাওয়া যায়নি। আহত একজনকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।