ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শ্যামনগরে প্রাচীর ধসে নির্মাণ শ্রমিক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২৩
শ্যামনগরে প্রাচীর ধসে নির্মাণ শ্রমিক নিহত

সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরে ড্রেন নির্মাণের কাজ চলাকালে সড়কের পাশের প্রাচীর ধসে মোমিন মল্লিক (৬০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোশারফ মল্লিক (৩৫) নামে আরেক শ্রমিক গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকালে উপজেলার গোপালপুরে শহীদ মুক্তিযোদ্ধা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

মোমিন মল্লিক উপজেলার ভূরুলিয়া ইউনিয়নের সিরাজপুর হরিনাগাড়ি এলাকার বাসিন্দা।

আহত মোশারফ মল্লিক একই এলাকার মৃত মোরশেদ মল্লিকের ছেলে।

একই সঙ্গে কর্মরত শ্রমিক আমিনুর রহমান বলেন, সকালে আমরা মুক্তিযোদ্ধা সড়কের সাব্বির সাহেবের বাড়ির সামনে ড্রেনের কাজ শুরু করি। হঠাৎ সাব্বির সাহেবের বাড়ির প্রাচীরের দেয়াল ভেঙে মমিন ভাই ও মোশারফের ওপর পড়ে। তাৎক্ষণিক তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শাহারিয়ার জানান, তাৎক্ষণিক আহত দুই শ্রমিককে চিকিৎসা দেওয়া হয়। এরপর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নির্মাণ কাজের ঠিকাদার আবুল বাশার জানান, শ্রমিকরা সকালে গোপালপুর এলাকায় ড্রেন নির্মাণের কাজ শুরু করলে সড়কের পাশের বাড়ির দুর্বল প্রাচীর ধসে পড়ে দুজন শ্রমিক গুরুতর আহত হন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের সাতক্ষীরা মেডিকেলে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর আড়াইটার দিকে মোমিন মল্লিক মারা যান।  

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।