ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

পাটকেলঘাটায় সীমানা পিলারসহ গ্রেপ্তার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২৩
পাটকেলঘাটায় সীমানা পিলারসহ গ্রেপ্তার ২ উদ্ধার হওয়া সীমানা পিলার

সাতক্ষীরা: সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা থেকে সীমানা পিলারসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২০ ডিসেম্বর) বিকেলে পাটকেলঘাটা থানার নগরঘাটা ইউনিয়নের নিমতলা প্রাইমারি স্কুল সংলগ্ন একটি বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, ওই এলাকার বরুন মণ্ডলের ছেলে দেবব্রত মণ্ডল (৩৫) ও যশোর জেলার কেশবপুর উপজেলার নেহালপুল গ্রামের আতিয়ার রহমানের ছেলে শরাফুল্লাহ বিশ্বাস (৩৬)।

পুলিশ জানায়, সীমানা পিলার বিক্রি হচ্ছে এমন খবর পেয়ে নগরঘাটার নিমতলা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বরুন মন্ডলের বাড়ি থেকে একটি সীমানা পিলার উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সীমানা পিলার বিক্রির সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।