ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

যাত্রাবাড়ীতে দরজা ভাঙতেই মিলল কাপড় ব্যবসায়ীর মরদেহ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২৩
যাত্রাবাড়ীতে দরজা ভাঙতেই মিলল কাপড় ব্যবসায়ীর মরদেহ প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী মাতুয়াইলের একটি বাসা থেকে নজরুল ইসলাম হাওলাদার (৩৬) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২০ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেন পুলিশ।

মঙ্গলবার রাতে যাত্রাবাড়ী থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

মৃত নজরুলের বাড়ি পটুয়াখালীর দশমিনা উপজেলার বেতাগী গ্রামে। বাবার নাম খালেক হাওলাদার। বর্তমানে মাতুয়াইল দক্ষিণপাড়ার একটি বাড়ির চতুর্থ তলায় সপরিবারে ভাড়া থাকতেন। ইসলামপুরে কাপড় ব্যবসা রয়েছে তার।  

মরদেহের সুরতহাল প্রতিবেদনে যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মাসউদ উল্লেখ করেন, ১৭ ডিসেম্বর রাত সাড়ে ৯টা থেকে ১৯ তারিখ সন্ধ্যা ৭টার মধ্যে যেকোনো সময় অজ্ঞাত কোনো কারণে তার মৃত্যু হয়েছে।  

এদিকে নজরুলের চাচা জাকির হোসেন রিয়াজ জানান, চলতি মাসের ৭ তারিখ ছেলেকে নিয়ে তার স্ত্রী মেঘলা গ্রামের বাড়িতে বেড়াতে যান। গত রোববার থেকে তিনি স্বামী নজরুলের মোবাইলে যোগাযোগের চেষ্টা করছিলেন। তবে পাচ্ছিলেন না তাকে। কোনো উপায় না পেয়ে ঢাকায় থাকা চাচা জাকির হোসেনকে বিষয়টি জানালে তিনি মঙ্গলবার সন্ধ্যায় ওই বাসায় গিয়ে নজরুলের বাসার দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। তখন যাত্রাবাড়ী থানা পুলিশকে খবর দেন। পরে যাত্রাবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখেন, খাটের উপরে মৃত অবস্থায় পড়ে আছেন নজরুল।

স্বজনদের ধারণা, অসুস্থতাজনিত কারণে মারা গেছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২৩
এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।