ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তের ছোড়া পাথরে যাত্রী আহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০১ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২৩
জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তের ছোড়া পাথরে যাত্রী আহত

সিলেট: সিলেট রুটে দুর্বৃত্তদের ছোড়া পাথর মাথায় লেগে আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেসের এক যাত্রী আহত হয়েছেন। তবে ওই যাত্রীর নাম পরিচয় জানা যায়নি।

শনিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার কটালপুর এলাকায় এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর ট্রেন জয়ন্তিকা এক্সপ্রেস গন্তব্য স্টেশন পৌঁছার আগের স্টেশন মাইজগাঁও ছেড়ে আসে সন্ধ্যায়। এরপর ট্রেনটি ফেঞ্চুগঞ্জের কটালপুর এলাকায় পৌঁছামাত্র দুর্বৃত্তরা ট্রেনে পাথর ছুড়তে থাকে। এসময় একটি পাথর ট্রেনের জানালার কাচ ভেঙে পঞ্চাশোর্ধ্ব এক যাত্রীর মাথায় লাগে। পরে ওই কোচের যাত্রীরা তাকে গন্তব্য স্টেশন সিলেটে এনে প্রাথমিক চিকিৎসা দেন।

সিলেট রেলওয়ে জিআরপি পুলিশ সূত্র জানায়, শনিবার রাত ১২টা পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

এ বিষয়ে জানতে সিলেট রেলওয়ে স্টেশন ব্যবস্থাপক নুরুল ইসলামকে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

বাংলাদেশ সময়: ০৮০০ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২৩
এনইউ/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।