ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে দুর্ঘটনা

ঢাকা-ময়মনসিংহ রুট পরিবর্তন করে চলছে ট্রেন 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২৩
ঢাকা-ময়মনসিংহ রুট পরিবর্তন করে চলছে ট্রেন 

ঢাকা: গাজীপুরে ট্রেন দুর্ঘটনার পরে রুট পরিবর্তন করে শুরু হয়েছে ঢাকা-ময়মনসিংহ রুটের ট্রেন চলাচল। গাজীপুরের পরিবর্তে টঙ্গী থেকে কিশোরগঞ্জ হয়ে ময়মনসিংহে চলাচল করছে ট্রেন।

 

দুর্ঘটনার পরে এ রুট পরিবর্তন করেছে বাংলাদেশ রেলওয়ে।  

বুধবার (১৩ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার।

তিনি বলেন, ময়মনসিংহের রুটে আপাতত ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে ওই অঞ্চলের ট্রেনগুলো রুট পরিবর্তন করে চলাচল করছে। ময়মনসিংহ অঞ্চলের ট্রেনগুলো ঢাকা-বিমানবন্দর-টঙ্গী-ভৈরব-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে চলাচল করছে।

এর আগে আজ ভোর সোয়া ৪টার দিকে জয়দেবপুর-ময়মনসিংহ রেল লাইনে বনখড়িয়া ভাওয়াল রেল স্টেশন এলাকায় মোহনগঞ্জ এক্সপ্রেসটি লাইনচ্যুত হয়।  

গভীর রাতে দুর্বৃত্তরা গ্যাসকাটার দিয়ে রেললাইন কেটে ফেলায় ইঞ্জিন ও ৭ বগিসহ লাইনচ্যুত হয় ট্রেনটি।

দুর্ঘটনার পর থেকে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ট্রেন দুর্ঘটনায় এতে আসলাম হোসেন (৩৫) নামে এক ব্যক্তি নিহত এবং কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদের আশপাশের স্থানীয় হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা।

নিহত আসলাম ময়মনসিংহের গফরগাঁও থানার রওহা গ্রামের বাসিন্দা।

এদিকে রেল যোগাযোগ স্বাভাবিক করতে কাজ শুরু হয়েছে।  উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে রেললাইন সংস্কার ও উদ্ধার কাজ শুরু করেছে।

আরও পড়ুন >> গাজীপুরে ৭ বগিসহ ট্রেন লাইনচ্যুত: উদ্ধার কাজ শুরু

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২৩    
এনবি/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।