ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

মহাখালীর খাজা টাওয়ারে অগ্নিকাণ্ড

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৩
মহাখালীর খাজা টাওয়ারে অগ্নিকাণ্ড ফাইল ফটো

ঢাকা: রাজধানী মহাখালীর খাজা টাওয়ারে এবার এসিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাহান হক বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মহাখালীতে অবস্থিত খাজা টাওয়ারের আট তলায় এসিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেখানে উপস্থিত লোকজনই সেটা নিভিয়ে ফেলে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এর আগে ওই ভবনটিতে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

তবে এ ব্যাপারে ফায়ার সার্ভিস সদর দপ্তরের কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানায়, মহাখালী খাজা টাওয়ারের অগ্নিকাণ্ডের কোনো সংবাদ তাদের কাছে নেই।

আরও পড়ুন>>

>>> মহাখালীতে আগুন: আটকে পড়েছেন বেশ কয়েকজন
>> মহাখালীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৩
এজেডএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।