ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

জামালপুরে পেঁয়াজের বাজারে অভিযান, ৩ দোকানিকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৩
জামালপুরে পেঁয়াজের বাজারে অভিযান, ৩ দোকানিকে জরিমানা

জামালপুর: জামালপুরে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ভোক্তা অধিকার ও জেলা প্রশাসন। এসময় পেঁয়াজের দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করায় তিন দোকানিকে দেড় হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (১১ ডিসেম্বর) ১২টার দিকে শহরের শফি মিয়ার বাজার ও বানিয়া বাজারে অভিযান চালানো হয়। এছাড়া কয়েকটি দোকান পরিদর্শন শেষে ন্যায্যমূল্যে পেঁয়াজ বিক্রির নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক হিসেবে ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল হালদার। এসময় তার সঙ্গে ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আরিফুল ইসলামসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।