ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ভোলায় অটোরিকশার ধাক্কায় শিশু নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৩
ভোলায় অটোরিকশার ধাক্কায় শিশু নিহত

ভোলা: ভোলায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় তানিয়া (৬) নামে এক শিশু নিহত হয়েছে।

সোমবার (১১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে ভোলা-লক্ষীপুর সড়কের পরানগঞ্জ বাজার নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তানিয়া ভোলা সদরের পূর্ব ইলিশা ইউনিয়নের দক্ষিণ ইলিশা গ্রামের খলিল মুন্সির মেয়ে। সে স্থানীয় একটি মাদরাসার শিশু শ্রেণির ছাত্রী।

পুলিশ জানায়, সোমবার সকালের দিকে শিশু তানিয়া রাস্তা পার হচ্ছিল। এসময় ইলিশা থেকে ভোলাগামী একটি অটোরিকশা তানিয়াকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নেওয়া পথে মারা যায় সে। ঘাতক অটোরিকশাটি আটক করেছে স্থানীয়রা।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

ঘটনাস্থল পরিদর্শনকারী উপপরিদর্শক (এসআই) মো. আকবর হোসেন বলেন, নিহতের মরদেহ হাসপাতালে রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।