ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

জাতীয়

ফরিদপুর জেলার ৮ থানার ওসি বদলি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪৭, ডিসেম্বর ৮, ২০২৩
ফরিদপুর জেলার ৮ থানার ওসি বদলি

ফরিদপুর: ফরিদপুর জেলার আট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে।  

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ঢাকা পুলিশ হেডকোয়ার্টার্স থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের ৪৪.০১.০০০০.০১২.১৯.০৯৭.২৩.১৫৭৮ নম্বর স্মারকে বদলির আদেশ দেওয়া হয়।

স্মারক সূত্রে জানা যায়, ফরিদপুর কোতোয়ালি থানার ওসি এম এ জলিলকে ভাঙ্গা থানায়, সালথা থানার ওসি মো. শেখ সাদিককে বোয়ালমারী থানায়, নগরকান্দা থানার ওসি মো. মিরাজ হোসেনকে মধুখালী থানার, মধুখালী থানার ওসি মো. শহিদুল ইসলামকে কোতোয়ালি থানায়, বোয়ালমারী থানার ওসি মুহাম্মদ আব্দুল ওহাবকে চরভদ্রাসন থানায়, ভাঙ্গা থানার ওসি মো. জিয়ারুল ইসলামকে নগরকান্দা থানায়, চরভদ্রাসন থানার ওসি মো. সেলিম রেজাকে আলফাডাঙ্গা থানায়  ও আলফাডাঙ্গা থানার ওসি মো. হাবিল হোসেনকে সালথা থানায় বদলি করা হয়েছে।  

বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময়: ১০৪৬ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২৩
এসআইএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।