ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

নওগাঁয় চেক ডিজঅনার মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২৩
নওগাঁয় চেক ডিজঅনার মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার অভিজিৎ সাহা

নওগাঁ: নওগাঁয় চেক ডিজঅনার মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি ব্যবসায়ী অভিজিৎ সাহাকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে ওই ব্যবসায়ীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান।

এর আগে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে শহরের বাটার মোড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। অভিজিৎ সাহা নওগাঁ সদর উপজেলার চকদেবপাড়া এলাকার বিমল সাহার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২০ সালে করা একটি এনআই অ্যাক্ট (চেক ডিজঅনার) মামলায় ব্যবসায়ী অভিজিৎ সাহাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড দেন আদালত। আসামি পলাতক থাকায় তাঁর বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা হয়। এরপর মঙ্গলবার রাতে নওগাঁ শহরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, অভিজিৎ সাহা একজন সাজাপ্রাপ্ত আসামি। তার নামে চেক ডিজঅনার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা হয়েছিল। আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানার নথিপত্র থানায় আসার পর তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, আইনানুগ প্রক্রিয়া শেষে বুধবার দুপুরে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।