ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহী নগর ভবনের সামনে দুই দফা ককটেল বিস্ফোরণ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৫ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২৩
রাজশাহী নগর ভবনের সামনে দুই দফা ককটেল বিস্ফোরণ

রাজশাহী: রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রধান ফটকের সামনে পরপর দুইটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাতে এক ঘণ্টার ব্যবধানে ককটেল দুটি বিস্ফোরিত হয়।

তবে এঘটনায় কেউ হতাহত হয়নি।

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন জানান, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে বাইকযোগে রাস্তা দিয়ে যাওয়ার সময় নগর ভবনের সামনে ককটেল মেরে দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা। এর প্রায় ১ ঘণ্টা আগে একইস্থানে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। তবে এতে কেউ হতাহত হয়নি।

এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। তাদের ধারণা আতঙ্ক সৃষ্টি করতেই দুর্বৃত্তরা নগর ভবনের সামনে পরপর দুইটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে থাকতে পারে।  

সিসিটিভি ফুটেজ দেখে বাইক নিয়ে আসা ককটেল হামলাকারীদের শনাক্তের চেষ্টা করছেন বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ০৮০৫ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০২৩
এসএস/ এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।