ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

করিমগঞ্জে ১৫ মামলার আসামি অমিত গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৪ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২৩
করিমগঞ্জে ১৫ মামলার আসামি অমিত গ্রেপ্তার মেহেদি হাসান অমিত

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের করিমগঞ্জে অভিযান চালিয়ে আন্তঃজেলা চোর চক্রের প্রধান ও একাধিক ওয়ারেন্টভুক্তসহ ১৫ মামলার আসামি মেহেদি হাসান অমিতকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২ ডিসেম্বর) রাতে কিশোরগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তার অমিত একই জেলার করিমগঞ্জ উপজেলার খুদিরজঙ্গল এলাকার স্বপন ওরফে জামাল ওরফে জামানের ছেলে।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার (২ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে করিমগঞ্জ উপজেলার শিমুলতলা এলাকায় অভিযান পরিচালনা করেন করিমগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আলমগীর কবিরের নেতৃত্বে পুলিশ সদস্যরা। এ সময় একাধিক ওয়ারেন্টভুক্তসহ ১৫ মামলার আসামি মেহেদি হাসান অমিতকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে করিমগঞ্জ থানায় নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে করিমগঞ্জ থানায় চারটি গ্রেপ্তারি পরোয়ানা মুলতবি ছিল। এছাড়া তার বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলা, ময়মনসিংহ জেলা, গাজীপুর মেট্রো ও সিলেট মেট্রোসহ বিভিন্ন থানায় ১৫টি মামলা রয়েছে।
অমিতকে রোববার (৩ ডিসেম্বর) সকালে কিশোরগঞ্জ আদালতে সোপর্দ করা হবে বলেও জানানো হয়।

বাংলাদেশ সময়: ০৮১২ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।