ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সালথায় ১৭ বোতল মদসহ নারী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২৩
সালথায় ১৭ বোতল মদসহ নারী আটক

ফরিদপুর: ফরিদপুরের সালথায় দেশি-বিদেশি ব্র্যান্ডের ১৭ বোতল মদসহ রুবিয়া বেগম (৩২) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে তিন বস্তা মদের খালি বোতলও জব্দ করা হয়েছে।

বুধবার (২৯ নভেম্বর) সকালে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।  

গত মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলার বল্লভদী ইউনিয়নের কামাইদিয়া এলাকা থেকে ওই নারীকে আটক করা হয়।  

আটক রুবিয়া কামাইদিয়া এলাকার মো. নুরউদ্দিন মোল্যার মেয়ে বলে জানা গেছে।  

ওসি শেখ সাদিক জানান, আটক রুবিয়া ও তার স্বামী গোপনে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।