ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রামগঞ্জে পানিতে ডুবে আরও দুই শিশুর মৃত্যু, একদিনে চার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৩
রামগঞ্জে পানিতে ডুবে আরও দুই শিশুর মৃত্যু, একদিনে চার

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে রামগঞ্জে সেপটিক ট্যাংকের পানিতে ডুবে দাদা-নাতির মৃত্যুর পর একই উপজেলার পৃথক স্থানে আরও দুই শিশু পানিতে ডুবে মারা গেছে। এ নিয়ে শনিবার (২৫ নভেম্বর) এক উপজেলাতে তিন শিশুসহ চারজনের প্রাণহানি ঘটেছে।

 

জানা গেছে, লক্ষ্মীপুরের রামগঞ্জে করপাড়ায় পুকুরের পানিতে ডুবে ওমর নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ডুমুরিয়া গ্রামের ব্যাপারী বাড়িতে এ ঘটনা ঘটে। শিশু ওমর ওই বাড়ির এস এম হামিদুল ইসলামের একমাত্র ছেলে।

স্থানীয় লোকজন জানান, ওমরের বাবা হামিদুল ব্যক্তিগত কাজে উপজেলার গাজীপুর বাজারে ছিলেন। হামিদুলের স্ত্রী রান্নাবান্না ও ঘরের কাজে ব্যস্ত থাকার কোনো এক সময়ে শিশু ওমর বাড়ির পুকুরে পড়ে ডুবে যায়।

পরে বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজির পর শিশুটিকে বাড়ির পুকুরের পানিতে ভেসে থাকতে দেখে। স্থানীয়রা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী পোদ্দার বাজারের ভাই ভাই হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে জানায়।

অপরদিকে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হরিশ্চর গ্রামে শনিবার বেলা ১১টার দিকে পানিতে ডুবে সাদিয়া আক্তার জাইফা নামে দুই বছর বয়সী আরও এক শিশুর মৃত্যু হয়েছে। শিশু জাইফা ওই গ্রামের দিনমজুর দেলোয়ার হোসেনের মেয়ে।

স্থানীয় ইউপি সদস্য ইমরান হোসেন জানান, শিশুটির মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। শিশুটি বাইরে খেলছিল। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পুকুরে জাইফাকে ভাসতে দেখেন। বাড়ির লোকজন পুকুর থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।