ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সেপটিক ট্যাংকে মিলল দাদা-নাতির মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৯ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৩
সেপটিক ট্যাংকে মিলল দাদা-নাতির মরদেহ

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগঞ্জের পরিত্যক্ত সেপটিক ট্যাংকের ভেতর থেকে দাদা ও নাতির মরদেহ উদ্ধার করা হয়েছে।  

শনিবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ইছাপুর ইউনিয়নের নুনিয়াপাড়া গ্রামে মাদার বাড়ির পেছনে থাকা পরিত্যক্ত সেপটিক ট্যাংক থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

দাদা নাতির মৃত্যুতে ওই পারিবারে শোকের ছায়া নেমে এসেছে।

নিহতরা হলেন- দাদা সফি উল্যাহ (৮০) ও নাতি মো. ওমর (৩)।  

নিহতের পরিবার জানায়, হাঁটার সময় ঘরের পেছনে থাকা সেপটিক ট্যাংকে অসাবধানতাবশত দাদা ও নাতি পড়ে যায়। পরে সেখানে থাকা পানিতে ডুবে তাদের মৃত্যু হয়।  

সফিউল্যার স্ত্রী মনোয়ারা বেগম বলেন, সকাল ৯টার দিকে তারা দুইজন হাঁটতে বের হয়। এরপর আর ঘরে আসেনি। দীর্ঘ সময় তাদের কোনো খোঁজ পাওয়া না গেলে তাদের খোঁজাখুজি শুরু করি। একপর্যায়ে ঘরের পেছনে থাকা সেপটিক ট্যাংকে তাদের দুইজনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।  

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, অসাবধানতা বসত সেপটিক ট্যাংকে পড়ে দাদা ও নাতির নিহত হয়েছে। এটি একটি দুর্ঘটনা। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছ হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।