ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

যশোরে সড়ক দুর্ঘটনায় বাইকার নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৩
যশোরে সড়ক দুর্ঘটনায় বাইকার নিহত

যশোর: যশোরের কেশবপুরে সড়ক দুর্ঘটনায় অরুণ দে (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (২৪ নভেম্বর) কেশবপুর-সাগরদাঁড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

এতে তিনি গুরুতর আহত হলে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত অরুণ দে কেশবপুর পৌরসভা এলাকার কলেজপাড়ার গণেশ পালের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ১০টার দিকে অরুণ পাল মোটরসাইকেলে করে সাগরদাঁড়ি যাচ্ছিলেন। পথে মজিদপুর মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অরুণ পাল গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসারত থাকা অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১০১৯ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৩
ইউজি/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।