ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

যাত্রাবাড়ীতে মেয়ে শিশুসহ মিলল দুইজনের মরদেহ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৪ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২৩
যাত্রাবাড়ীতে মেয়ে শিশুসহ মিলল দুইজনের মরদেহ

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী কোনাপাড়ার ধার্মিক পাড়া নামক এলাকার মিনি কক্সবাজার নামে পরিচিত একটি রুম থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের মধ্যে একজন মেয়ে শিশু (১৪) ও অপরজন ব্যক্তির (২৬) পরিচয় জানা যায়নি।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বেলা ১২টার দিকে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, যাত্রাবাড়ী কোনাপাড়া এলাকার একটি রুম থেকে ওই দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারের সময় ঘটনাস্থল থেকে বিয়ারের ক্যান জব্দ করা হয়। এ ঘটনায় আরও একজন অসুস্থ আছেন। তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের পরিচয় ও পাশাপাশি তাদের মৃত্যুর কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে। ধারণা করা হচ্ছে, গতকাল রাত থেকে আজ ভোরের মধ্যে যেকোনো সময় তাদের মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২৩
এজেডএস/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।