ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

হবিগঞ্জ পৌরসভায় আসছেন স্কটল্যান্ডের তিন এমপি  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৪ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২৩
হবিগঞ্জ পৌরসভায় আসছেন স্কটল্যান্ডের তিন এমপি
 

হবিগঞ্জ: স্কটিশ সংসদের তিন সদস্যকে সংবর্ধনা জানানোর উদ্যোগ নিয়েছে হবিগঞ্জ পৌরসভা। পৌর টাউন হলে শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ সংবর্ধনা অনুষ্ঠান করা হবে।


 
স্কটল্যান্ডের সংসদ সদস্যরা (এমপি) হলেন- বাংলাদেশি বংশোদ্ভূত প্রথম আইনপ্রণেতা হিসেবে দেশটিতে জায়গা করে নেওয়া হবিগঞ্জের ফয়সল চৌধুরী, সংসদ সদস্য মাইলস ব্রিগস এবং এভিলিন টুইড।
 
হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহিরের এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। সভাপতিত্ব করবেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম।
 
হবিগঞ্জ পৌরসভা জানায়, স্কটিশ অতিথিদের এ পৌরসভার কার্যক্রম সম্পর্কে জানানো হবে এবং বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হবে।

 
পৌর নির্বাহী কর্মকর্তা মো. জাবেদ ইকবাল চৌধুরী অনুষ্ঠান সম্পন্ন করতে সমন্বয়কের দায়িত্ব পালন করবেন। একই দিন তামাক ও তামাকজাত দ্রব্যবিরোধী ক্যাম্পেইনের অংশ হিসেবে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার দেওয়া হবে।
 

বাংলাদেশ সময়: ০৭৫১ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।