ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ডেমরায় বাসের ধাক্কায় ব্যাংক কর্মকর্তা নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৩
ডেমরায় বাসের ধাক্কায় ব্যাংক কর্মকর্তা নিহত আসিফ হোসেন: ফাইল ফটো

ঢাকা: রাজধানীর ডেমরায় বাসের ধাক্কায় নিহত তিনজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম আসিফ হোসেন (২৮)।

তিনি ডেমড়া কোনাপাড়া শাখার আইএফআইসি ব্যাংকের সহকারী অফিসার ছিলেন।

বৃহস্পতিবার (২৩নভেম্বর) দুপুর ১২টার দিকে স্ত্রী রিমা ও অফিস সহকর্মীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে এসে  মরদেহ শনাক্ত করেন।

স্ত্রী রিমা বিশ্বাস জানান, তারা ডেমড়া সারুলিয়া তালতলা মসজিদ এলাকায় ভাড়া থাকেন। তার স্বামী আসিফ আইএফআইসি ব্যাংকের কোনাপাড়া শাখার সহকারী অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তিনি নিজেও এনআরবি ব্যাংক বাসাবো শাখায় চাকরি করেন। সকালে ডেমড়া থেকে লেগুনা যোগে মাতুয়াইল যাচ্ছিলেন।  

তিনি আরও বলেন, সকালে পুলিশের মাধ্যমে জানতে পারি সড়ক দুর্ঘটনার কথা। পরে ঢাকা মেডিকেলে এসে স্বামীর মরদেহ পাই। আসিফের বাড়ি রাজশাহী সদর উপজেলার সেরেইল গ্রামে। বাবার নাম মৃত আনোয়ার হোসেন।

ঢাকা মেডিকেল হাসপাতালে পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান ডেমরা সড়ক দুর্ঘটনায় নিহত তিনজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে।

আরও পড়ুন: রাজধানীতে বাসের ধাক্কায় লেগুনার ৩ যাত্রী নিহত

বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৩
এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।