ঢাকা, সোমবার, ১ পৌষ ১৪৩১, ১৬ ডিসেম্বর ২০২৪, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

লালমনিরহাটে ফেনসিডিলসহ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৩
লালমনিরহাটে ফেনসিডিলসহ যুবক আটক

লালমনিরহাট: লালমনিরহাটে ২০০ বোতল ফেনসিডিলসহ আশরাফ আলী (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৭ নভেম্বর) লালমনিরহাট রংপুর মহাসড়কের তিস্তা সড়ক সেতুর টোলপ্লাজা থেকে তাকে আটক করা হয়।

আশরাফ আলী লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের কর্নপুর গ্রামের আবেদ আলীর ছেলে।

লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, লালমনিরহাট থেকে ট্রাকযোগে মাদকদ্রব্য পাচার হচ্ছে এমন একটি গোপন খবরে সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের তিস্তা সড়ক সেতুর টোলপ্লাজায় অভিযান চালায় পুলিশ। এ সময় সন্দেহজনকভাবে রংপুরগামী ঢাকা মেট্রো ট-২২-০০৮৫ নম্বর ট্রাকটি আটক করে পুলিশ। বুঝতে পেরে চালক ও তার সহকারী পালিয়ে গেলেও ট্রাকে থাকা অপর যুবককে আটক করা হয়।

পরে ট্রাকটি তল্লাশি চালিয়ে সিমেন্টের ব্যাগে মোড়ানো চারটি বস্তা থেকে ২০০ বোতল ফেনসিডিল জব্দ করে পুলিশ।

এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে লালমনিরহাট সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি ওমর ফারুক।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।