ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কক্সবাজারে বাসে মিলল সাড়ে ৫ কোটি টাকার হেরোইন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৩
কক্সবাজারে বাসে মিলল সাড়ে ৫ কোটি টাকার হেরোইন

কক্সবাজার: কুষ্টিয়া থেকে কক্সবাজারে আসা একটি বাস তল্লাশি করে ৫ কেজি ৬৪৮ গ্রাম হেরোইন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

শুক্রবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় সদরের ঝিলংজা ইউনিয়নের বাংলা বাজার এলাকা থেকে মালিকবিহীন এসব হেরোইন জব্দ করা হয়।

৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কুষ্টিয়া থেকে একটি হেরোইনের চালান কক্সবাজারের দিকে আসছে বলে গোপন তথ্যে জানা যায়। ওই তথ্যের ভিত্তিতে শুক্রবার সকালে বাংলা বাজার এলাকায় তল্লাশি চৌকি বসানো হয়। পরে কুষ্টিয়া থেকে আসা একটি বাসে তল্লাশি করে ৫ কেজি ৬৪৮ গ্রাম হেরোইন জব্দ করা হয়। তবে এঘটনায় কাউকে আটক করা যায়নি। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৩
এসবি/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।