ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

দাঁড়িয়ে থাকা ট্রাকে কাভার্ডভ্যানের ধাক্কা, চালক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৩
দাঁড়িয়ে থাকা ট্রাকে কাভার্ডভ্যানের ধাক্কা, চালক নিহত

সাভার (ঢাকা): সাভারে মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে পেছন থেকে কাভার্ডভ্যানের দেওয়া ধাক্কায় সোহেল রানা (৪৫) নামে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

রোববার (১৩ নভেম্বর) সকাল ৬টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার থানা স্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

নিহত সোহেল রানা নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার মির ওয়ারিশপুর গ্রামের আবুল কালামে ভূঁইয়ার ছেলে। তিনি এ আর জে কুরিয়ার সার্ভিস কম্পানির কাভার্ডভ্যান চালক ছিলেন।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হাসান বলেন, ভোর ৬টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার থানা স্ট্যান্ড এলাকায় মহাসড়কের আরিচাগামী মেইন লেনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে দ্রুতগতির কাভার্ডভ্যান ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই কাভার্ডভ্যানের চালকের মৃত্যু হয়। এ ঘটনায় আরও দুইজন আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া দুইটি যানবাহনই মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং মরদেহটি উদ্ধার করে থানায় হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৩
এসএফ/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।